ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাম্প্রদায়িকতা সভ্যতা ও মানবতার শত্রু: সুজিত নন্দী

সাম্প্রদায়িকতা সভ্যতা ও মানবতার শত্রু: সুজিত নন্দী

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী-সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৫

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার তদন্ত চলছে। অপরাধী যেই হোক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর স্থান নেই। রোববার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি এলাকায় সম্প্রীতি ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিভিন্ন ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত এ প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই। যারা শেখ হাসিনার উন্নয়ন মেনে নিতে পারছে না তারাই এমন ঘৃণ্য ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। তিনি আবারও ক্ষমতায় না এলে দেশ পাকিস্তান, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়ার মতো ভয়াবহ অবস্থায় চলে যাবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমাদের সজাগ থাকতে হবে।

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সভা-সমকাল 

সুজিত রায় নন্দী আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতার নেতা। তিনি বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। শান্তি, ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন নিয়মতান্ত্রিক পথে সংগ্রাম করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। তার অতুলনীয় সাংগঠনিক দক্ষতা, রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ, সম্মোহনী ব্যক্তিত্ব বাঙালি জাতিকে মহান স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে ঐক্যবদ্ধ করে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে অসাস্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য বাবু মনোরঞ্জন গোপাল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কোরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিভিন্ন ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভা-সমকাল 

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভা সঞ্চলনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু হাসানাত বাবু। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে তিনটি, চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে একটি ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি ও কামাতপাড়া গ্রামের আটটি মোট ১২টি মন্দিরে ১৪ প্রতিমা ভাঙচুর করে। 

আরও পড়ুন

×