ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেফটিক ট্যাংক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সেফটিক ট্যাংক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:২৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:২৬

ঝিনাইদহে সেফটিক ট্যাংক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের হামদহ শান্তিনগরপাড়ার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় খালেদা আক্তার কল্পনা নামে ওই নবজাতকের মা'কে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার স্বামী রিকশাচালক সুমন আলী স্ত্রীকে বাচ্চার কথা জানতে চাইলে সে কোনো জবাব দেয়নি। পরে প্রতিবেশীরা ওই নারীর কাছে বাচ্চার খোঁজ জানতে চাইলে বাড়ির সেফটিক ট্যাংকে নবজাতককে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। পরে সেখান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নবজাতকের মা'কে আটক করা হয়েছে। ওই নারী এবং তার স্বামী দুজনের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তারা ওই এলাকায় ভাড়ায় থাকতেন। 

তিনি আরও বলেন, তাদের দুটি মেয়ে ও দুটি ছেলে সন্তান আছে।

আরও পড়ুন

×