কাজী জাফরকে নিক্সন চৌধুরী
ভোট আসলে অতিথি পাখি হন, একটুও লজ্জা করে না

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১৪
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর কড়া সমালোচনা করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেছেন, পাঁচ বছর জনগণের খবর নেন না। ভোট আসলেই অতিথি পাখির মতো আগমন ঘটে, একটুও লজ্জা করে না!
তিনি বলেন, করোনায় আপনি (কাজী জাফর) বাড়ি থেকে বের হননি। আমি নিজে গাড়ি চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণের খবর নিয়েছি। নিজের কাঁধে চালের বস্তা নিয়ে কর্মহীনের বাড়ি পৌঁছে দিয়েছি। সামর্থ অনুযায়ী জনগণের পাশে থেকেছি। সামনে নির্বাচন, এলাকায় ভিড় করছেন। লজ্জা বলে কিছু নেই। করোনার সময় কোথায় ছিলেন, বন্যার সময় কোথায় ছিলেন, জনগণের দুর্দিনে কোথায় ছিলেন আপনি?
বিগত ৯ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, এলাকায় ঘুরেও কোনো লাভ হবে না। বিগত দু'বার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আগামীতেও তাঁরা উন্নয়নের পক্ষে থাকবেন, আমাকে নির্বাচিত করবেন। জনগণের ভালোবাসায় আমি হ্যাটট্রিক করব।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহামুদ রাসেল, থানার ওসি সুব্রত গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।