ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুকুরের কামড়ে নারী-শিশুসহ একই গ্রামের ৩৫ জন আহত

কুকুরের কামড়ে নারী-শিশুসহ একই গ্রামের ৩৫ জন আহত

কুকুরের কামড়ে আহত নারী। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ | ১৫:১৬

ফরিদপুরের সদর উপজেলায় কুকুরে কামড়ে নারী-শিশু-বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সোলাকুন্ডু গ্রামে একটি কুকুরের কামড়ে ৩৫ আহত হন। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব জানান, একটি কুকুর নানা বয়সী মানুষকে কামড়িয়ে আহত করেছে। 

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসেন। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×