ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মা-সন্তানসহ চারজনের

বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মা-সন্তানসহ চারজনের

হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০৭:৩৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০৮:২৭

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-মা ও সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব ও পল্লবীর বোনের ছেলে অপূর্ব। এছাড়া আহত হয়েছেন, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), দুই ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে চিকিৎসার জন্য যাচ্ছিলেন উত্তম ও স্বজনরা। পথে চিরিরবন্দর উপজেলার উচিতপুরে তাদের বহনকারী ইঞ্জিনচালিত 'পাগলু গাড়ি'কে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।

গুরুতর আহত তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি বজলুর রশিদ। 

আরও পড়ুন

×