লামায় ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ২১:৫৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ২২:২৯
বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে গোলাপী বেগম (৪৭) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খাল পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গোলাপী বেগম চিউনী খালপাড়ার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, গোলাপী বেগম শনিবার রাতে ৭ বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। রোববার সকালে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা গলা কাটা লাশ দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘দুর্বৃত্তরা কেন গোলাপী বেগমকে গলা কেটে হত্যা করেছে প্রাথমিকভাবে তার কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলেও জানান তিনি।
- বিষয় :
- হত্যা
- গৃহবধূ
- লামা
- গোলাপী বেগম