ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যানবাহনের ভারে সাঁকো ভেঙে পড়ার আশঙ্কা

যানবাহনের ভারে সাঁকো ভেঙে পড়ার আশঙ্কা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১৮:০০

কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী বাজার থেকে বঙ্গবাজার হয়ে আঠারোবাড়ী রায়ের বাজার পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের জন্য এই রাস্তা দিয়ে প্রতিদিন রায়ের বাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য পরিবহন করত আগে। রোয়াইলবাড়ী তাঁতিপাড়া এলাকায় বেতাই নদীর ওপর সেতুটি ধসে যাওয়ায় ওই রাস্তায় এক বছরের অধিক সময় ধরে ব্যবসায়ীদের পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

বিকল্প উপায়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই নদীর ওপর জোড়াতালি দিয়ে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু বাঁশের সাঁকোর ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয়ে থাকে অটোরিকশার মতো যানবাহন।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কয়েকজন শিক্ষার্থী জানায়, সামনে বর্ষাকাল।

এই সময়ে সাঁকোর ওপর দিয়ে পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। অনেক সময় বাঁশের সাঁকো থেকে ছিটকে গিয়ে পানিতে পড়তে হয়। একই ধরনের কথা রোয়াইলবাড়ীর ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদেরও।

এলাকাবাসীর দাবি– রোয়াইলবাড়ী, রাজনগর, কলসাটি, আমতলা, কুতুবপুর, ফতেপুর, নিলাম্বরখিলাসহ ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করেন জীবনের ঝুঁকি নিয়ে। অথচ নদীর ওপর একটি সেতু নির্মাণে উদ্যোগ নেই।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ জানান, সেতুটি নির্মাণ না হওয়ায় বেকায়দায় রয়েছে ইউনিয়নবাসী। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে সেতুটি নির্মাণ জরুরি। তা ছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করে শিক্ষার্থীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, রোয়াইলবাড়ী বাজার থেকে বঙ্গবাজার হয়ে আঠারোবাড়ী রায়বাজার পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কে একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×