ধর্ষণ মামলায় বড় মনিরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ১৬:৫৯
আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
এর আগে ১৮ এপ্রিল বড় মনির ও তাঁর স্ত্রী নিগার আফতাবকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। তবে চার সপ্তাহের আগেই তাঁদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি।
গত ৫ এপ্রিল ধর্ষণ ও মারধরের অভিযোগে বড় মনির ও তাঁর স্ত্রীকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করে এক কিশোরী।
এজাহারে বলা হয়, নিজ ভাইয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে কিশোরীর বিরোধ ছিল। বিষয়টি সমাধানের জন্য বড় মনিরের সঙ্গে কিশোরী যোগাযোগ করলে গত ১৭ ডিসেম্বর শহরের আদালতপাড়ার ফ্ল্যাটে মেয়েটিকে যেতে বলেন তিনি। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন বড় মনির। এমনকি ধর্ষণের ছবিও তুলে রাখেন। পরে বেশ কয়েকবার ধর্ষণ করা হয় কিশোরীকে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।