সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০০:৪৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০০:৫৯
বগুড়ার ধুনটে সেফটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এই ঘটনা ঘটে।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই শাজাহান আলী বলেন, উপজেলার নাংলু গ্রামের বেলাল হোসেন আকন্দের বাড়িতে পাশের গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে নির্মাণ শ্রমিক মহিদুল ইসলাম (৩৫) ও তাজেম মন্ডলের ছেলে মিনহাজুল (২৭) গত কয়েকদিন থেকে কাজ করছিল। সকালে ওই দুই শ্রমিক পুরাতন সেফটিক ট্যাংক সংস্কারের কাজ করার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ধুনট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- বগুড়া
- সেফটিক ট্যাংক