স্কুলশিক্ষক মিজানুর হত্যায় পাঁচ কিশোর গ্রেপ্তার

স্কুলশিক্ষক মিজানুর রহমানকে হত্যায় গ্রেপ্তার পাঁচ কিশোর
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১০:০০ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১০:০০
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে হত্যার ঘটনায় পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-একই ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান, আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার, ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রসাদ সরকার, অজিত সরকারের ছেলে বিজয় সরকার ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার। শুক্রবার সকালে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ৩০ এপ্রিল শিক্ষক মিজানুর রহমান তার দোকানের হালখাতা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তার গতিরোধ করে। টাকা না পেয়ে বাদানুবাদের একপর্যায়ে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। মূলত টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাতে পাংশার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।