ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
-samakal-6425246f545ac-samakal-645b429dee559.jpg)
প্রতীকী ছবি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৩ | ০৭:০৭ | আপডেট: ১০ মে ২০২৩ | ০৭:০৭
ময়মনসিংহের মুক্তাগাছায় শফিকুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়মা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই হাফিজ উদ্দিনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শফিকুল ইসলাম এই গ্রামের হাছেন আলীর ছেলে।
নিহত শফিকুলের বাবা হাছেন আলীর দাবি ছেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, শর্টসার্কিট অথবা ফ্রিজ বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে।
শফিকুলের বাবা হাছেন আলী জানান, মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। আওয়াজ শুনে তিনি অন্য কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজা বাইরে রশি দিয়ে আটকানো থাকায় বের হতে পারছিলেন না। পরে রশি কেটে বের হন। পরে তিনি দেখতে পান, শফিকুলের কক্ষে আগুন জ্বলছে। কিন্তু তাকে বের করা সম্ভব হয়নি। তিনি কক্ষে পুড়ে মারা যান।
৪০ দিন আগে তার একটি মেয়ে সন্তান হয়। এ কারণে তার স্ত্রী শ্বশুর বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু রায়হান বলেন, শর্টসার্কিট অথবা ফ্রিজ বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- পুড়িয়ে হত্যা