ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নরসিংদীতে ট্রাকচাপায় কমিউনিটি ট্রাফিক পুলিশ নিহত

নরসিংদীতে ট্রাকচাপায় কমিউনিটি ট্রাফিক পুলিশ নিহত

নরসিংদী প্রতনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০২:৩৫

প্রতিদিন ঠিক যে স্থানে মিলন মিয়া (২৬) যানজট নিরসনে ব্যস্ত থাকতেন সেখানেই তার নিথর, নিস্প্রাণ দেহটা পড়েছিল। নরসিংদী শহরের নিজের সেই চিরচেনা আরশিনগরেই শনিবার রাত ৯টায় একটি বালুবোঝাই ট্রাকচাপায় তার মৃত্যু হয়। 

মিলন মিয়া কমিউনিটি ট্রাফিক পুলিশ হিসেবে আরশিনগর এলাকায় নিয়োজিত ছিলেন। সদা হাস্যোজ্জ্বল ছোটখাটো গড়নের এই মানুষটি সকলের কাছে মিলন ভাই হিসেবে পরিচিত।

মিলন মিয়া রায়পুরা উপজেলার মরজালের মনজু মিয়ার ছেলে। শারীরিকভাবে প্রতিবন্ধী মিলনের উচ্চতা ছিল তিন ফুটের মত। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরা থেকে একটি বালুবোঝাই ট্রাক নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। আরশিনগর মোড়ে তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় মিলনকে চাপা দেয় ট্রাকটি। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলনের মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে উত্তেজিত জনতা ঘাতক ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দজ্জামান বলেন, জনতার হাতে আটক ট্রাক ও ট্রাক ড্রাইভারকে  পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×