ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে আ’লীগ নেতার মামলায় যুবক গ্রেপ্তার

ফরিদপুরে আ’লীগ নেতার মামলায় যুবক গ্রেপ্তার

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৫:৫২ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৫:৫২

ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের করা মামলায় শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে জেলার এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার এসআই মাহাবুব করিম জানান, শামীম একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতয়ালী, নগরকান্দা ও সালথা থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

গত ১২ মার্চ রাতে বাড়ি ফেরার পথে আলীপুর গোরস্থান এলাকায় শামীমসহ কয়েকজন অস্ত্রধারী শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের পথরোধ করেন। এরপর তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন তারা।

এ ঘটনায় ১৪ মার্চ শামীমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন মনিরুজ্জামান।

আরও পড়ুন

×