বাউফলে বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পাঁচ লাখ টাকা ছিনতাই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৩:২১ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০৩:২৫
বাউফলের পল্লীতে সিদ্দিকুর রহমান শহিদ শরীফ (৫০)নামের এক বিকাশ ব্যবসায়ীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে নগদ পাঁচ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।
শনিবার বগা ইউনিয়নের মধ্য সাবুপুরা গ্রামে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে । পুলিশ জানায়, নিহত সিদ্দিকুর রহমান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নগদ পাঁচ লাখ টাকা এবং ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার গলা কেটে টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় ।পরে স্থানীয় পথচারীরা গলা কাঁটা অবস্থায় সিদ্দিককে পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন । বাউফল থানা পুলিশ সিদ্দিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের পুত্র শাহিল শরীফ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে ।
এদিকে শনিবার রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত সিদ্দিকুর রহমানের কন্যা রাজিয়া বেগমের সাবেক স্বামী মাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, থানায় মাইদুলকে নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ক্লু খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।নির্যাতনের অভিযোগ সত্য নয়।