খুলনায় বিএনপির ওপর হামলার জন্য পুলিশ দায়ী: রিজভী

খুলনায় সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৫:১৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনায় যেভাবে বিএনপি নেতাদের ওপর গুলি চালানো হয়েছে তা নজিরবিহীন। বিভিন্ন জেলায় সমাবেশে পুলিশ বাঁধা দিয়েছে। কিন্তু এইভাবে প্রকাশ্যে পুলিশ গুলি করে নেতাকর্মীদের পঙ্গু বানাবে, এটা কোনো গণতন্ত্রের ভাষা? পায়ে পাড়া দিয়ে পুলিশ-প্রশাসন এই রক্তাক্ত ঘটনার জন্ম দিয়েছে। এই সহিংস ঘটনার জন্য দায়ী পুলিশ।
শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা ও মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে সকালে খুলনায় আসেন রুহুল কবির রিজভী। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন, যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে পণ্য কেনা হবে না। কিন্তু ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য জ্বালানির জন্য সেই দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করছে সরকার। এই দ্বিমুখী কথা-বার্তা সরকারের সাজে।
রিজভী বলেন, এই নির্বাচন কমিশন ব্যর্থ। কমিশন কি নির্বাচন করছে, যা জনগণ প্রত্যাখ্যান করছেন।
সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।