ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাদিকপন্থিদের হটিয়ে বরিশাল বাস টার্মিনাল বিরোধীদের দখলে

সাদিকপন্থিদের হটিয়ে বরিশাল বাস টার্মিনাল বিরোধীদের দখলে

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৬:৫১

বরিশাল নগরীতে চাঁদাবাজির কয়েকটি ক্ষেত্রের অন্যতম হলো দুটি বাস টার্মিনাল রূপাতলী ও নথুল্লাবাদ। নানা খাতে মাসে লাখ লাখ টাকা এখানে চাঁদাবাজি হয়। বলা হয়, টার্মিনালের নিয়ন্ত্রক নেতা বছর ঘুরতেই কোটিপতি বনে যান। সাধারণত ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতার আশীর্বাদপুষ্ট কেউ হন টার্মিনাল নিয়ন্ত্রক।

গত পাঁচ বছর দুই টার্মিনালের নিয়ন্ত্রক ছিলেন বাস মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভাপতি গোলাম মাশরেক বাবলু, যিনি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বাবলু পদত্যাগ করেছেন। এরপর শনিবার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রকের হাতবদল হয়েছে।

সাদিক অনুসারীদের হটিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর শ্রমিক লীগ সভাপতি আফতাব হোসেকে। তিনি সাদিকবিরোধী বলয়ের সক্রিয় নেতা বলে পরিচিত। ২০১৯ সালের জানুয়ারিতে তৎকালীন সভাপতি আফতাবকে হটিয়ে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন সাদিকপন্থিরা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর আফতাব আবার প্রথমে শ্রমিক ইউনিয়ন ও পরে বাস মালিক গ্রুপের সভাপতি হিসেবে কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন। শনিবার বাস মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভায় আফতাব হোসেনকে আবারও সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 

টার্মিনাল সূত্র বলছে, মাশরেক বাবলু গত পাঁচ বছর নামমাত্র বাস মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভাপতি ছিলেন। মেয়র সাদিকের পক্ষে টার্মিনাল মূলত নিয়ন্ত্রণ করতেন কমিটির সদস্য ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না এবং সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। আওয়ামী লীগ কর্মীদের কুপিয়ে জখম করার অভিযোগে মান্না ১৫ মে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর রাজনৈতিকভাবে কোণঠাসা রয়েছেন কিশোর। 

বাস মালিক গ্রুপের সহসভাপতি ইউনুস আলী খান জানান, শনিবার কার্যকরী কমিটির সভায় শূন্য পদে আফতাব হোসেনকে সভাপতি করার সিদ্ধান্ত হয়। আফতাব রাজি হলে তিনিই সভাপতি হবেন। 

এ বিষয়ে আফতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমিও শুনেছি আমাকে মালিক সমিতির সভাপতি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। দায়িত্ব পেলে টার্মিনাল থেকে চাঁদাবাজিসহ সব ধরনের অনিয়ম দূর করা হবে। 

একই বিষয়ে সাধারণ সম্পাদক কিশোর কুমার দে দাবি করেন, সভায় তিনি ছিলেন না। এ বিষয়ে কিছু জানেন না। যদিও সহসভাপতি ইউনুস খান নিশ্চিত করেছেন, শনিবারের সভায় কিশোর অংশ নিয়েছেন। 

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর চাচা। দলীয় নেতাকর্মীরা বলছেন, এখন থেকেই সাদিকপন্থিদের হটিয়ে খোকন সেরনিয়াবাতকে ঘিরে বরিশাল আওয়ামী লীগে নতুন শক্তির উত্থান ঘটতে শুরু করেছে। নগর রাজনীতিতে একক আধিপত্য হারিয়েছেন মেয়র সাদিক। তাঁর বিরোধী গোষ্ঠী গত সপ্তাহে রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন। এ ছাড়া নগরীর অন্যান্য আর্থিক খাতগুলোরও নিয়ন্ত্রণ নেওয়ার তৎপরতা চলছে।


আরও পড়ুন

×