রাজনগরে জ্বরাক্রান্ত ব্যক্তির মৃত্যুতে পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:০৫
রাজনগর উপজেলায় টেংরাবাজারের এক ব্যবসায়ী জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাশ জানান, মৃত ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে সর্দি ও জ্বরের চিকিৎসা নেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাজনগর থেকে একটি মেডিকেল টিম বাড়িতে গিয়ে আলামত সংগ্রহ করে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, মৃত মধ্যবয়সী ব্যক্তির স্ত্রী ও চিকিৎসা সেবা দেওয়া পল্লী চিকিৎসকের শরীরের নমুনাও সংগ্রহ করা হয়েছে। উভয় পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উর্মি রায় জানান, করোনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে রাজনগর থানা পুলিশ ।
সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ জানান, চিকিৎসা দেওয়া পল্লী চিকিৎসক ও মৃতের স্ত্রীর শারীরিক আলামত সংগ্রহ করে তা পরীক্ষার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- রাজনগর
- মৌলভীবাজার
- হোম কোয়ারেন্টাইন