সোয়া ২ কোটি টাকা বকেয়া, ১০টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১১:৫৮ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১১:৫৮
বুধবার টাউন-১ ও টাউন-২ ফিডার এবং শহরতলিতে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নেসকোর বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগ টাউন ২-এর নির্বাহী প্রকৌশলী অশিথ পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও স্টাফ কোয়ার্টার, জেলা মৎস্য অফিস, জেলা হর্টিকালচার অফিস, পৌরসভা নিয়ন্ত্রিত মাছিমপুর ও প্রেস ক্লাব চৌরাস্তাসংলগ্ন সুপেয় পানির দুটি পাম্প, হোসেনপুর ও খান সাহেবের মাঠ সংলগ্ন দু’টি মডেল মসজিদ, জেলা পাবলিক লাইব্রেরি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
নেসকোর বিতরণ বিভাগ টাউন ১-এর নির্বাহী প্রকৌশলী ফারুক আবদুল্লাহ জানান, বকেয়া পরিশোধ করা হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হতে পারে।