ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাসিক নির্বাচন

ইসি পরিচয়ে প্রার্থীর কাছে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

ইসি পরিচয়ে প্রার্থীর কাছে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৫:৫৩ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৫:৫৩

নির্বাচন কমিশনার (ইসি) পরিচয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের  কাউন্সিলর প্রার্থীর কাছে টাকা দাবি করা এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আনিসুর রহমান।

গ্রেপ্তার যুবকের নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুটিবিলা গ্রামের কবির আহম্মদের ছেলে। তাঁর নামে এর আগে তিনটি প্রতারণার মামলা হয়েছিল।

পুলিশ কমিশনার জানান, রাসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলীর মোবাইল ফোনে ৮ জুন কল করেন গিয়াস। এ সময় তিনি নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান পরিচয় দিয়ে নির্বাচন নিয়ে নানা কথাবার্তা বলেন। পরে অন্য আরেকটি নম্বর থেকে কল করে তাঁকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে বলেন গিয়াস। এ সময় তিনি আরমান আলীর কাছে টাকা দাবি করেন এবং যোগাযোগ রাখতে বলেন। অন্যথায় নির্বাচনের ফল তাঁর বিরুদ্ধে যাবে বলে হুমকি দেন গিয়াস।

আরমান আলী বিষয়টি প্রতারণা বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ইউনিটের সহযোগিতায় রাজধানীর শেখেরটেক থেকে আরএমপির ডিবি দল তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×