ধর্ষণে ব্যর্থ হয়ে বাস থেকে ফেলে দেওয়া হলো নারী শ্রমিককে

প্রতীকী ছবি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৫:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৫:৫৬
ময়মনসিংহের ভালুকায় এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে চালক ও তার দুই সহকারী। এতে ওই নারী গুরুতর আহত হন। শুক্রবার রাতে উপজেলার হবির বাড়ির মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই নারী। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর তাঁর চিৎকার শুনে স্থানীয়রা বাসের দুই সহকারীকে আটক রেখে পুলিশে সোপর্দ করেন। তাঁরা ওই নারী শ্রমিককে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করেন।
বাসের দুই সহকারী হলো– ত্রিশাল উপজেলার কাশীগঞ্জ বাজার এলাকার রবিদাসের ছেলে আনন্দ দাস (১৯) ও একই উপজেলার রায়মনি এলাকার আরফান আলীর ছেলে আরিফ (২০)। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশাল থানা এলাকা থেকে বাসের চালক রাকিবকেও (২১) গ্রেপ্তার করে পুলিশ। রাকিব টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুমারপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চালক ও তার দুই সহকারীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। থানার ওসি কামাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ঘটনার কথা স্বীকার করেছে।