ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাজবাড়ীতে আজও বাস ধর্মঘট, যাত্রীরা চরম দুর্ভোগে

রাজবাড়ীতে আজও বাস ধর্মঘট, যাত্রীরা চরম দুর্ভোগে

ধর্মঘটের কারণে রাজবাড়ী থেকে চলছে না বাস। রোববার দুপুরে বাস টার্মিনালে তোলা ছবি- সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৩:২৭

রাজবাড়ীতে বাস ধর্মঘট গড়িয়েছে দ্বিতীয় দিনে। ঢাকায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সভায় সমাধান না হওয়ায় ধর্মঘট অব্যাহত রেখেছে মালিক সমিতি। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইনের বাস চলাচল নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 

রোববার রাজবাড়ী থেকে দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করেনি। বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ আটটি রুটের সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অটোরিকশা, ইঞ্জিনচালিত মাহেন্দ্র পরিবহনে দ্বিগুণ ভাড়া বেশি দিয়ে যাতায়াত করছেন তারা। এর প্রভাব পড়েছে ট্রেনের ওপর। রাজবাড়ী-পোড়াদহ-ভাঙ্গা-গোয়ালন্দ ঘাট রেলপথে চলাচলকারী ট্রেনগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। 

দুপুরে রাজবাড়ী শহর থেকে তিন কিলোমিটার দূরে শ্রীপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। পরিবহন চালক ও শ্রমিকরা কেউ বাসের ভেতরে, কেউ বাইরে অলস সময় পার করছেন। অনেক যাত্রী বাস না পেয়ে ছোট ছোট যানবাহনে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। 

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, বিষয়টি মীমাংসার জন্য তাঁরা শনিবার বিকেলে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু সেখানে এর সমাধান হয়নি। তারা বলেছিল তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু এখন পর্যন্ত (রোববার দুপুর ৩টা) জানায়নি। এ কারণে ধর্মঘট অব্যাহত রেখেছেন। তারা মিটিং করে পরবর্তী করণীয় ঠিক করবেন। 

কয়েক দিন আগে ফরিদপুরের করিম গ্রুপের বাস গোল্ডেন লাইন রাজবাড়ী-ঢাকা রুটে চালানো শুরু করে। গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এ ঘটনার জেরে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর সব পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর থেকে বাস ধর্মঘটের ডাক দেয় রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ।

তবে গোল্ডেন লাইন কর্তৃপক্ষ গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারগুলোতে তালা দেওয়ার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন

×