গাইবান্ধায় কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব
চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৬:২৩
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, যারা দেশকে ভালোবাসে জনগণের কাছে যারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারে না। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, খাদ্য সংকটের পদধ্বনিতে বাংলাদেশ একটি কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩ ও গাইবান্ধা-৪ আসনে জাকের পার্টির এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত পৃথক পৃথক কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
গত ১০ জুন থেকে জাকের পার্টি রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে কাউন্সিলের মাধ্যমে প্রার্থী বাছাই শুরু করে।
পঞ্চগড় দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর জেলা, রংপুর মহানগর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার পাঁচটি আসন দিয়ে ৩৩টি সংসদীয় আসনে কাউন্সিল সম্পন্ন হয়।
শামীম হায়দার বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশ ও জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে চলমান সংকট এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে কী করতে হবে, মোস্তফা আমীর ফয়সল বারবার তা স্মরণ করিয়ে দিয়েছেন, সতর্ক ও সজাগ করেছেন। আর সে সাথে চ্যালেঞ্জ মোকাবিলায় জাকের পার্টির দৃঢ অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
জাকের পার্টির মহাসচিব বলেন, জাকের পার্টি হিংসা, হানাহানি, পেশীশক্তিতে নয়, ভালোবাসা দিয়ে সকলের হৃদয় জয় করতে চায়। শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সকল অশুভ শক্তি মোকাবিলা করতে হবে।
কাউন্সিলে জাকের পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, রশিদ হাওলাদার, মোর্শেদ হাসান জামাল, কৃষক মহীউদ্দীন, দেলোয়ার হোসেন, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, বিপ্লব বনিক, মুফতী কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।