ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সাফ করা হবে: চসিক মেয়র

৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সাফ করা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৮:০০

এবার কোরবানির বর্জ্য ছয় ঘণ্টার মধ্যে পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

গতকাল মঙ্গলবার নগরের জমিয়তুল ফালাহ মসজিদের প্রধান ঈদ জামাতের মাঠ পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি। বর্জ্য অপসারণে ৪ হাজার ৩০০ কর্মী কাজ করবেন বলেও জানান তিনি।

সিটি মেয়র বলেন, সকাল ১১টা থেকে বর্জ্য পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগ না থাকলে বিকেল ৫টার মধ্যে নগরীকে বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রান্তিক এলাকায় সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। বর্জ্য সংগ্রহে ৩৪৫টি ট্রাকসহ অন্যান্য যানবাহন কাজ করবে। এ ছাড়া পশুর নাড়ি-ভুঁড়ি সংগ্রহে পলিব্যাগও দেওয়া হচ্ছে।

চসিক মেয়র বলেন, কোরবানির বর্জ্য কেউ যাতে নালা-নর্দমায় না ফেলে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নর্দমা পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করবেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী। সহযোগিতা করবেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং ম্যালেরিয়া ও মশকনিয়ন্ত্রণ কর্মকর্তা শরীফুল ইসলাম মাহী।

ঈদ জামাতের মাঠ পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের ও তৌহিদুল হাসান।

আরও পড়ুন

×