ঈদের দাওয়াত থেকে ফেরার পথে গৃহবধূ ধর্ষণের শিকার

রাঙামাটি অফিস
প্রকাশ: ৩০ জুন ২০২৩ | ১২:২৬ | আপডেট: ৩০ জুন ২০২৩ | ১২:৩৩
এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আনোয়ার হোসেন মঞ্জু এবং রুবেল নামে দু'জনকে আসামি করেন তিনি। এদের মধ্যে মঞ্জু আটারকছড়া ইউনিয়নের মো. কামাল উদ্দীনের। রুবেল একই ইউনিয়নের আব্বাস মোল্লার ছেলে।
মামলার এজাহর থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ আটরকছড়ার জনৈক সিদ্দিক মিয়ার বাড়ি দাওয়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ পায়ে হেঁটে সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট খাগড়াখিয়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় মঞ্জু (২৫) ও রুবেল (২৩) নামে দুই যুবক মোটরসাইকেল দাড় করিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা গৃহবধূকে আটকে রেখে তার দাদা-নানীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর গৃহবধূকে পাশের সেগুন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দুই যুবক পালিয়ে যায়।
গৃহবধূ ধর্ষণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা এবং হিল উইমেন্স ফেডারেশনর সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল উদ্দীন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।