কেউ গণতন্ত্রকে চ্যালেঞ্জ করলে ছাত্রলীগ রুখে দেবে: সাদ্দাম হোসেন

রংপুর অফিস
প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১২:৪১ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১২:৪১
বাইরের পৃষ্ঠপোষকতায় কেউ আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করলে ছাত্রলীগ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের তৃণমূলকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ করতে রোডম্যাপ নির্ধারণসহ বিদ্যমান সংকটগুলো নিরসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা, সাংগঠনিক কর্মচাঞ্চল্য ও সাংগঠনিক জবাবদিহিতা ছাড়া সময়ের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব নয়।
বিভাগীয় প্রতিনিধি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই প্রতিনিধি সভায় রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা, উপজেলা, পৌরসভা, মহানগর ও বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগের প্রতিনিধিগণ অংশ নেন।
- বিষয় :
- গণতন্ত্র
- ছাত্রলীগ
- ছাত্রলীগ সভাপতি