সিলেট-২ আসনে প্রার্থী হতে চান একুশে পদকপ্রাপ্ত ড. অরূপরতন

সংবাদ সম্মেলনে ড. অরূপরতন চৌধুরী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৫:১৯
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। শনিবার সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ আগ্রহের কথা জানান তিনি।
লিখিত বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত ড. অরূপরতন বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরের সন্তান হিসেবে জীবনের বাকি সময় আমি জনগণের পাশে থাকতে চাই। উন্নয়নের মাধ্যমে অবহেলিত এলাকাকে স্মার্ট হিসেবে গড়তে চাই। আমার বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাকে সিলেট-২ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমার শেকড় সিলেটে। কিন্তু যোগ্য ও দক্ষ জনপ্রতিনিধির অভাবে সিলেটের সর্বাপেক্ষা উপেক্ষিত ও অবহেলিত জনপদ হলো বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর। দায়িত্ব পেলে এ অবস্থার পরিবর্তন করব।’
- বিষয় :
- সংসদ নির্বাচন
- ড. অরূপরতন চৌধুরী
- সিলেট
- বিশ্বনাথ