১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০
পলাশ উপজেলার ঘোড়াশালে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিজ ওরফে হাবি মিয়া নামে এক বৃদ্ধ দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবি মিয়া (৫৭) ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
মেয়েটির পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে রয়েছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে শিশুটি। গত ২৭ জুন বিকেলে বাড়ির পাশের একটি টেকে মেয়েটিকে একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে হাবি মিয়া। এর পর ২৮ জুন সন্ধ্যায় পুনরায় শিশুটিকে ধর্ষণ করে সে। ঘটনার আগের দিন শিশুটির বাবা ও ভাই সিলেটে বেড়াতে গিয়েছিলেন। তারা চার দিন পর ঘোড়াশালে ফিরে আসেন। এদিকে মেয়েটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে তার বাবা ধর্ষণের কিছুটা আলামত পেয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে বিষয়টি নিশ্চিত হন।
- বিষয় :
- শিশুকে ধর্ষণ
- বৃদ্ধ গ্রেপ্তার
- পলাশ