ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দাবি

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দাবি

কলাপাড়ায় অধিগ্রহন কৃত ভূমির ক্ষতিপূরণের টাকা চেয়ে শনিবার ভুক্তভোগীদের মানববন্ধন- সমকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০

কলাপাড়ায় অধিগ্রহণকৃত ভূমি ও অবকাঠামোর ক্ষতিপূরণের টাকা পরিশোধ এবং জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চর বালিয়াতলীতে এ মানববন্ধন করেন অধিগ্রহণকৃত ভূমি মালিক পরিবারের সদস্যরা। এ সময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ এবং আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফকর উদ্দিন, কাওসার আহমেদ ও সালাউদ্দিন সালু। এ সময় বক্তারা বলেন, পায়রা বন্দরের উন্নয়ন প্রকল্পের জন্য উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী মৌজা থেকে ভূমি অধিগ্রহণ করা হয়েছে।

জেলা ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে এ ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সর্বশেষ বিএস খতিয়ানের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা থাকলেও সিএস জরিপের কাগজপত্র চেয়ে তাদের হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করে ভূমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

×