ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দাবি

কলাপাড়ায় অধিগ্রহন কৃত ভূমির ক্ষতিপূরণের টাকা চেয়ে শনিবার ভুক্তভোগীদের মানববন্ধন- সমকাল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০
কলাপাড়ায় অধিগ্রহণকৃত ভূমি ও অবকাঠামোর ক্ষতিপূরণের টাকা পরিশোধ এবং জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে এ ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সর্বশেষ বিএস খতিয়ানের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা থাকলেও সিএস জরিপের কাগজপত্র চেয়ে তাদের হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করে ভূমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানান তারা।
- বিষয় :
- কলাপাড়া
- ভূমি অধিগ্রহণ
- ক্ষতিপূরণ দাবি