নাটোরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

র্যাবের হাতে গ্রেপ্তার আসামি লাভলু শেখ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ০৪:৫৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ০৫:২৯
নাটোরে কৃষক
মো. কালাম হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে সদর উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লাভলু (৪২) সদর উপজেলার কাফুরিয়ার পশ্চিম পাড়ার মো. শুকচাঁদের ছেলে। তিনি ওই মামলার প্রধান আসামি কামাল
হোসেনের ভাই। র্যাব–৫ নাটোর ক্যাম্পের পাঠানো
এ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত বুধবার
সকাল ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় কলা চাষি কালামকে
পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কাফুরিয়া রিফিউজি পাড়ার আব্দুর রাজ্জাক কানুর
ছেলে। এই ঘটনায় নিহত কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে একই এলাকার কামাল হোসেনকে প্রধান
আসামি করে সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নাটোর সদর
থানার ওসি নাছিম আহমেদ জানান, আসামি লাভলু শেখকে গ্রেপ্তারের পর বুধবার রাতে নাটোর
সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। মামলার
অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
- বিষয় :
- নাটোর
- কৃষক হত্যা
- আসামী গ্রেপ্তার