জাতীয়করণের দাবি নিয়ে ঢাকার পথে ২ হাজার শিক্ষক

মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে আন্দোলনরত ঢাকাগামী শিক্ষকরা।
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ০৫:৩২ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ০৫:৩৪
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার চাঁদপুর থেকে ২ হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসছেন।
আন্দোলনরত শিক্ষকরা সকালে মিছিল নিয়ে চাঁদপুর ঘাট থেকে লঞ্চে ওঠেন। মিছিলের সামনে ছিল ব্যানার এবং শিক্ষকদের মাথায় ছিল জাতীয়করণ দাবি সংবলিত ক্যাপ।
ঘাটে শিক্ষকনেতারা বক্তব্য দেন। বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল ঢাকায় আমাদের শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতন করা হয়েছে। কেউ আমাদের প্রতি সম্মান প্রদর্শন করছেন না। এই অবস্থায় আমরা দুই হাজার শিক্ষক জাতীয়করণের দাবিতে ঢাকায় যাচ্ছি। দাবি আদায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এদিকে, চাঁদপুর শহরের অনেক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।
/এইচকে/