ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গুণীজন সম্মাননা

উন্নয়নের পালে বাতাস দিন: পরিকল্পনামন্ত্রী

উন্নয়নের পালে বাতাস দিন: পরিকল্পনামন্ত্রী

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ১৫:১৫

সংস্কৃতিমনাসহ সবাইকে উন্নয়নের পালে বাতাস দেওয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকার গ্রাম, উপকূল, পাহাড় ও হাওরাঞ্চলের মানুষের জীবনমান বদলে দিতে কাজ করছে। সরকার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। সুনামগঞ্জে রানীগঞ্জ সেতু, দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ সড়ক হয়েছে। জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ শেষের দিকে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরও উন্নয়ন হবে।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন প্রমুখ। 

মন্ত্রী আরও বলেন, ‘সংস্কৃতির পুণ্যভূমি সুনামগঞ্জে বহু গুণী ও সাধকের জন্ম হয়েছে। আমি তাদের ভক্ত। তবে সবচেয়ে বড় বাউল রবি ঠাকুর, আমি তার বেশি ভক্ত।’

অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন- কুমকুম চন্দ, ইকবাল কাগজী, মো. আপ্তাব মিয়া, কাজলী রানী সাহা, ডা. সালেহ আহমদ আলমগীর, সুমন কুমার দাশ, মো. তফাজ্জল হোসেন, রূপশ্রী রায়, মো. কালা মিয়া ও অমিয়াংশু চৌধুরী।

আরও পড়ুন

×