ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিধবা নারীকে গলাকেটে হত্যা করল কারা

বিধবা নারীকে গলাকেটে হত্যা করল কারা

প্রতীকী ছবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১০:৩২ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১০:৩২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কিছমত জামুয়া গ্রামে শুক্রবার রাতে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আম্বিয়া বেগম (৪৫) কিসমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী ছিলেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহজাহান আলী হাওলাদার জানান, শনিবার সকাল ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের  মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মোরেলগঞ্জ সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে।

আরও পড়ুন

×