বড় ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১২:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১২:২৪
আদালতের ওসি আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সাদ্দাম জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, সাদ্দাম ও তার সৎ বড় ভাই খাজামুদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামে খাজামুদ্দিন ও তাঁর স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে বাড়িতে জোর করে প্রবেশ করে সাদ্দাম।
পরে কথা কাটাকাটির এক পর্যায়ে খাজামুদ্দিনকে ছুরি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করে সাদ্দাম। এ সময় বাড়ির কাজের লোক মন্তাজ ও তাঁর স্ত্রী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে সে। পাশের ঘরে থাকা পুত্রবধূ রেহেনা বিষয়টি দেখে চিৎকার করলে পালানোর সময় স্থানীয়রা সাদ্দামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় খাজামুদ্দিনের ছেলে আলম হোসেন হত্যা মামলা করেন। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দামের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।