ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা, জরিমানা দিয়ে ছাড়া পেলেন আটক প্রকৌশলী

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা, জরিমানা দিয়ে ছাড়া পেলেন আটক প্রকৌশলী

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ২১:২৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ২১:২৭

গণপূর্ত অধিদপ্তরের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে আটক করে চট্টগ্রাম সিটি করপোরেশন। পরে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে পাঁচ ঘণ্টা পর ছাড়া পান মো. আরাফাত ইসলাম নামের ওই প্রকৌশলী। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ওই প্রকৌশলী অভিযানে বাধা দিয়েছিলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দেশ’ এর সাইট প্রকৌশলী পদে কর্মরত।

রোববার বিকেল সাড়ে ৫টায় প্রকৌশলীকে ছেড়ে দেওয়া হয়। এর আগে দুপুর ১২টায় নগরের কাতালগঞ্জ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে তাকে আটক করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, অভিযানে তারা গণপূর্ত অধিদপ্তরের নির্মাণাধীন ভবনে লার্ভা পান। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আরাফাত লার্ভা পাওয়ার বিষয়ে চ্যালেঞ্জ করেন। আবার পরীক্ষা করলে তখনো লার্ভা পাওয়া যায়। এরপর নির্মাণাধীন ভবনটি সিলগালা করে ওই প্রকৌশলীকে আটক করে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়।

আবুল হাশেম আরও বলেন, পরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটি করপোরেশন কার্যালয়ে এসে দুঃখ প্রকাশ করলে ওই প্রকৌশলীকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবন যেন মশার প্রজননস্থলে পরিণত না হয়, সে জন্য গণপূর্তসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। এরপরও ব্যবস্থা না নেওয়ার বিষয়টি দুঃখজনক।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঈনুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থলে পরিণত না হওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছিল। এখন আবার সতর্ক করা হবে। যদি না মানে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন

×