মুন্সীগঞ্জে গ্রেপ্তার ৩ জঙ্গি ৫ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৪:০৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৪:৩৫
বুধবার শুনানি শেষে জেলা আমলি আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
অন্য আসামি হলেন– কাজী সিরাজ উদ্দীন ওরফে সিরাজ ও মাহফুজুর রহমান বিজয় ওরফে বাবুল ওরফে জাম্বুলি।
কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত রোববার রাতে অভিযান চালিয়ে লৌহজংয়ের বড় নওপাড়া গ্রামের একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, নগদ টাকাসহ তাদের আটক করে র্যাব।
এ ঘটনায় সোমবার র্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল হালিম বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়। এরপর তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে বিচারক তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।