ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২২:৩৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২২:৩৫

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় রুপিনা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে। বুধবার রাতে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের প্রয়াত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খারুয়ালী গ্রামের প্রয়াত শাহাবুদ্দিন শাহুর ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে সবার ছোট জনি মিয়া নেশাগ্রস্ত। বুধবার রাতে অসুস্থ রুপিনা বেগম ঘরের বারান্দায় একটি চেয়ারে বসে ছিলেন। এ সময় ছোট ছেলে জনি মিয়া তাঁর কাছে এসে দুইশ' টাকা চান। রুপিনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে জনি মিয়া পাশে থাকা বটি দিয়ে রুপিনা বেমগের ঘারের বাম পাশে কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুপিনা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত বটিসহ মরদেহ উদ্ধার করে থনায় নিয়ে যায়। ঘটনার পর থেকে জনি মিয়া পলাতক রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

আরও পড়ুন

×