কলারোয়া
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ০৬:০৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ০৬:০৮
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজাউদ্দীন (২৭) নামে এক
যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন
যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া মোড়ে এ ঘটনা ঘটে। সুজাউদ্দীন কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা
ইউনিয়নের রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সুজাউদ্দীন মোটরসাইকেলে করে সাতক্ষীরা
যাচ্ছিলেন। যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া মোড়ে পৌঁছলে পথচারী এক পাগল হাতে থাকা লাঠি
উচু করলে তিনি থমকে যান। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নীচে
পড়ে গেলে ঘটনাস্থলে মারা মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায়
নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের
জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- কলারোয়া