ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টাকা ছিনতাইয়ের ঘটনায় সাবেক কর্মচারী গ্রেপ্তার

টাকা ছিনতাইয়ের ঘটনায় সাবেক কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ১৫:০৪

চট্টগ্রামে মোবাইল ফোন ডিলার প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী। শুক্রবার ভোরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মুসলিম উদ্দীন (২৮) লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মৃত মোস্তাক আহমদের ছেলে। 

পুলিশ জানায়, মুসলিম উদ্দিন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আগে গ্রেপ্তারদের জবানবন্দিতে তাঁর নাম এসেছে। তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত ৯ জুলাই দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আমতল এলাকায় নূর এন্টারপ্রাইজের দুই কর্মীকে মারধর করে ব্যাগসহ ৯ লাখ ৮০ হাজার ছিনিয়ে নেয় একদল যুবক। ঘটনার এক দিন পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×