গৃহবধূকে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৭:৫৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ১৭:৫৯
নেত্রকোনার কেন্দুয়ায় শাপলা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করে বিছানা ও লাশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের পূর্ব মোজাফরপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শাপলার স্বামী মুকলাত হোসেন ও তার ভাই মোজাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মতি মিয়ার মেয়ে শাপলা আক্তারের সঙ্গে প্রায় আট মাস আগে বিয়ে হয় মুকলাত হোসেনের। এই গৃহবধূর ভাই শফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি, কোরবানি ঈদের আগে আমার বোন শাপলা আক্তারের দুই ভরি ওজনের স্বর্ণের গহনা চুরি হয়। গহনাগুলো আমার ভগ্নিপতির ভাগনে চুরি করে নিয়ে যায় বলে আলোচনা হচ্ছিল। এ নিয়েই শাপলার সঙ্গে ভগ্নিপতি ও তার পরিবারের সদস্যদের দ্বন্দ্ব শুরু হয়। ঈদের পর শাপলাকে আমাদের বাড়িতে পর্যন্ত আসতে দেয়নি।’
শফিকুল ইসলামের ভাষ্য, শুক্রবার সকাল ৭টার দিকে ভগ্নিপতি মুকলাত তাকে ফোন করে জানান, শাপলা খুব অসুস্থ। খবর পেয়ে তাদের বাড়িতে গেলে শাপলাকে দেখতে দিচ্ছিলেন না তারা। পরে পুলিশের সহায়তায় দেখা যায় শাপলার মাথা থেকে মগজ বের হয়ে গেছে। তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাইয়ের অভিযোগ, শাপলাকে হত্যার পর তার বিছানা ও লাশে আগুন ধরিয়ে দেয় এবং আগুনে পুড়ে মারা গেছে বলে অপপ্রচার চালায়। এসব দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালে উত্তেজিত হয়ে তাকে মারধর করেছেন শাপলার শ্বশুরবাড়ির লোকজন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত জানান, রাতের যে কোনো সময় শাপলার ওপর গুরুতর আঘাত করা হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নেত্রকোনা
- কেন্দুয়া
- গৃহবধূকে হত্যা