যশোরে বিএনপির সমাবেশে পুলিশের বাধা-লাঠিচার্জ, আটক ৭

নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ - সমকাল
যশোর অফিস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৬:০০ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৬:০০
যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে নেতারা অভিযোগ করেন, জনসভায় আসার পথে বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে দলীয় চত্বর ছাড়াও পুরো লালদীঘি চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়।
জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তবে এর আগে থেকে পুলিশ লাঠি ও অস্ত্র নিয়ে পুরো কার্যালয় এলাকা নিয়ন্ত্রণে নেয়। সভায় নেতাকর্মীদের মিছিল নিয়ে আসলে তাতে বাধা দেওয়া হয়। পরে নেতাকর্মীদের মিছিল ছাড়া সমাবেশস্থলে ঢুকতে দেয় পুলিশ। এমনকি বিনা উসকানিতে লাঠিচার্জও করে পুলিশ। এসময় সাত নেতাকর্মীকে আটক করা হয়।
বিকেলে জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমরা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে রয়েছি। এই সময়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আসার যে শপথ নিয়েছি- সেই শপথ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। তিনি আরও বলেন, আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়; ভোটবিহীন ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।
জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টিএস আইযুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।
এদিকে অভিযোগের বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন সমকালকে বলেন, বিএনপি নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি বলেও দাবি করেন তিনি।
- বিষয় :
- যশোর
- পুলিশের বাধা
- বিএনপি