ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নবাবগঞ্জে বিএনপি নেতার বাড়িতে গুলি

নবাবগঞ্জে বিএনপি নেতার বাড়িতে গুলি

গুলিতে জানালার কাঁচ ভেঙে গেছে। ছবি: সমকাল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১১:১৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১১:১৭

ঢাকার নবাবগঞ্জে গুলিতে বিএনপি নেতার বাড়ির জানালার কাঁচ ভাঙার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার বাহ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ি এ ঘটনা ঘটে। 

মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, ‘বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে। কেউ গুলি করায় এ ঘটনা ঘটেছে। পরে থানায় জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন ধরে রাতে অপরিচিত কিছু লোকজন বাসার নিচে এসে গালিগালাজ করছে। আতঙ্ক ছড়ানোর জন্য গুলি করার ঘটনা ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’ 

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলি বাসার ভেতর থেকে না, বাইরে থেকে করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’

আরও পড়ুন

×