জমজ দুই ভাই বোনের বাড়িতে চীফ হুইপের মিষ্টি

ছবি : সমকাল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ০৭:৩৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ০৭:৩৮
মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া জমজ ভাই বোন সাদিয়া ও জিহাদের বাড়িতে মিষ্টি পাঠিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
শুক্রবার বিকেলে তাদের বাড়িতে চীফ হুইপের নির্দেশে তার পক্ষ থেকে মিষ্টি নিয়ে যান জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী।
চীফ হুইপের পাঠানো এই উপহার গ্রহণ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে সাদিয়া-জিহাদ ও তাঁদের পরিবার। এ সময় দুই সন্তানের জন্য মাসিক বৃত্তির দাবি জানিয়েছেন তাদের মা সাথী আক্তার।
জানা যায়, শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়াডের্র ক্রোকচর নতুন বাজার গ্রামের কৃষক শওকত আলী চোকদার ও সাথী আক্তারের ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে বড় মেয়ে সাদিয়া ও ছেলে জিহাদ জমজ।
জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী জানান, চীফ হুইপমেধাবী এই দুই ভাইবোনের জন্য মিষ্টি পাঠিয়েছেন। তাদের বৃত্তির ব্যবস্থাও করা হবে।
- বিষয় :
- শিবচর
- চীফ হুইপ
- সাদিয়া জিহাদ
- জিপিএ ৫