ডিবি পরিচয়ে বিএনপির ৩ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৫:৫১
ডিবি পুলিশ পরিচয়ে সাভার বিএনপির ৩ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে সাদা পোশাকে একদল পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে সাভার থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছে।
বিএনপির ওই ৩ নেতা হচ্ছেন– সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুরুজ্জামান সুরুজ, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ছোট ভাই যুবদল নেতা শহিদুল ইসলাম এবং কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। তারা সবাই ওইদিন ঢাকায় অবস্থান করছিলেন।
বিএনপি নেতা গোলাম মোস্তফা অভিযোগ করেন, তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সাভার ও আশুলিয়ার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। পুলিশের ভয়ে অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন।
তিনি জানান, তার ছোট ভাইসহ ওই তিনজন ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
রাতেই পরিবারের পক্ষ থেকে থানা ও ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। তবে তারা সাভার থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি।
সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি জানান, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকলেও আদালত থেকে তারা জামিনে রয়েছেন।
পুলিশ বিএনপির চলমান আন্দোলনকে কেন্দ্র করে নেতাকর্মীকে গ্রেপ্তারসহ নানাভাবে হয়রানি করছে বলে দাবি করেন তিনি।
এদিকে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বিএনপির কোনো নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেনি।