ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রেনের তেল চুরি

পাওয়ার কারের চালকসহ আটক ২

পাওয়ার কারের চালকসহ আটক ২

ছবি : সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৭:০১ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ০৭:০১

ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করা ডিজেল বিক্রির সময় আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার চালকসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ৪৫ লিটার রেলওয়ের ডিজেল জব্দ করা হয়।

গতকাল (রোববার) রাটে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার চালক (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন এবং নাটোরের লালপুর উপজেলার রোকনুজ্জামান রোকন।

আরএনবির রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল আলী  জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেলওয়ে কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে ডিজেল চুরি করে গোপনে বিক্রি করে আসছিল। বিষয়টি আমলে নিয়ে রোববার অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়েতে ব্যবহৃত ডিজেল ভর্তি ৬টি জারসহ পাওয়ার কার চালক হেলাল এবং রোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৫৪১৮ নাম্বার পাওয়ার কার থেকে ৪৫ লিটার ডিজেল চুরি করে বিক্রির সময় তাঁদের আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁদের জিআরপি থানায় সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×