প্রেমিকের পরিকল্পনায় স্বামীকে হত্যার দায় স্বীকার

ফাইল ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০
নোয়াখালীর সেনবাগে হোটেল ব্যবসায়ী মহিন উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্ত্রী রজবেননেছা রিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই নিজের স্বামীকে হত্যা করে রিনা।
পুলিশ জানায়, মহিনের লাশ ঘরের দরজায় ফেলে রেখে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করেছে বলে প্রচার করে রিনা। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
একাধিক সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী রিনার সঙ্গে স্বামী মহিনের বন্ধু মাসুদের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে তাকে মৌখিক তালাক দেন মহিন। পরে স্বজনদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে রিনার সঙ্গে সম্পর্ক স্থায়ী করতে তার স্বামী মহিনকে হত্যার প্রস্তাব দেয় প্রেমিক মাসুদ। এক পর্যায়ে মাসুদের প্রস্তাবেই নিজের স্বামীকে খুন করতে সম্মত হয় রজবেননেছা রিনা।