ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরের বিভিন্ন স্কুলে গাছের চারা রোপণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

ফরিদপুরের বিভিন্ন স্কুলে গাছের চারা রোপণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১২:২৮ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১২:২৮

ফরিদপুরের বিভিন্ন স্কুলে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৩ শাতাধিক চারা রোপণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বুধবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে ব্যাংকের ফরিদপুর শাখার আয়োজনে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শহরের নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে শতাধিক চারা, বিলমাহমুদপুর আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ে শতাধিক চারা এবং ডিক্রিরচন ইউনিয়নের মোতালেব হোসেন জুনিয়ন স্কুলে শতাধিক চারা রোপণ করা হয়।

গাছের চারা রোপণের সময় উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সাইফুদ্দিন, মোতালেব হোসেন জুনিয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. সাহিদ মোল্লাসহ স্কুলগুলোর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থরা।

শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলাম বলেন, আগামীর ভবিষ্যত প্রজন্মর হৃদয়ে দেশপ্রেমী হয়ে ওঠার মনোবৃত্তি তৈরিতে আমাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এ কর্মসূচি প্রতিবছরই পালন করে থাকি।

আরও পড়ুন

×