বেপরোয়া সাকুরা পরিবহনের বাসচাপায় প্রাণ গেল ইজিবাইকচালকের

দুর্ঘটনাগ্রস্ত সাকুরা পরিবহনের বাস- সমকাল
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৫:২৪
বরিশালের উজিরপুরে যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নাসির সরদার (৩২) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির সরদার উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত নুরু মোহাম্মাদ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে চালক নাসির বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আহত ইজিবাইকচালক নাসির সরদারকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, ঢাকা থেকে সাকুরা পরিবহনটি ৩৮ জন যাত্রী নিয়ে বরিশালের যাওয়ার পথে স্থানীয় এক ইজিবাইককে চাপা দেয়। ইজিবাইক চালাক নিহত হয়েছেন। তবে বাসে থাকা কোনও যাত্রী আহত হওয়ার সংবাদ মেলেনি। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। নিহতর পরিবার অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরিশাল
- উজিরপুর
- সাকুরা পরিবহন
- ইজিবাইকচালক নিহত