ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শোক র‍্যালিতে এমপি নিক্সনের কর্মীদের পেটাল অজ্ঞাতরা

শোক র‍্যালিতে এমপি নিক্সনের কর্মীদের পেটাল অজ্ঞাতরা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৬:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৬:২২

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শোক দিবসের র‍্যালিতে অজ্ঞাতদের হামলায় ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর কয়েক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার বঙ্গবন্ধু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে র‍্যালিতে উপস্থিত অন্য নেতাকর্মীরা আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বর্তমানে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের রতন খান ও একই গ্রামের নাঈম ফকির হাসপাতালে ভর্তি আছেন। আহত আরও তিন-চারজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত রতন ও তার বন্ধু প্রত্যক্ষদর্শী সাদ্দাম খান জানান, এমপি নিক্সন চৌধুরীর নির্দেশে স্থানীয় সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে র‍্যালিতে অংশগ্রহণ করেন তারা। দুপুর সোয়া ১টার দিকে এমপি নিক্সন চৌধুরী, জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যানসহ শত শত নেতাকর্মী শোক র‍্যালি নিয়ে ভাঙ্গা কুমার নদ ব্রিজ পার হয়ে উপজেলা পরিষদের দিকে রওনা হন।

এ সময় র‍্যালির পেছন দিক থেকে প্রায় ১৫ থেকে ২০ অজ্ঞাত যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশি অস্ত্র, রড ও লাঠি দিয়ে তাদের কয়েকজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে র‍্যালিতে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

এমপি নিক্সনের সমর্থক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান ওরফে বাবু জানান, শোক র‍্যালির পেছন দিকে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তবে হামলাকারীরা এমপি নিক্সন চৌধুরীর সমর্থিত কেউ কিনা চিনতে পারিনি। 

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, সম্প্রতি ফুটবল খেলা নিয়ে আহত যুবকদের সঙ্গে হাসামদিয়া গ্রামের কিছু যুবকের বাগ্‌বিতণ্ডা ও ঝগড়া হয়। সেই জেরে শোক র‍্যালিতে আসা কয়েক যুবকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×