ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিহত ৭

অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক, চাপা দেয় মাইক্রোবাসটিকে

অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক, চাপা দেয় মাইক্রোবাসটিকে

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৭:৫৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ১৭:৫৮

নরসিংদীর শিবপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন। হতাহতরা ঢাকার সাভারের আশুলিয়ার ‘এসবি নিটিং’ নামের একটি পোশাক কারখানার কর্মী। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্দেশ্য ছিল শুক্রবার তারা সিলেটে ছুটি কাটাবেন।

সিলেট থেকে ছেড়ে আসা ট্রাকটি দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। নিহতরা হলেন– টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর মোতাহারের ছেলে মো. সবুজ (৩২), ঝালকাঠির রাজাপুরের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (২৭), বরিশালের মুলাদীর মজিবর সিকদারের ছেলে আরিয়ান সিকদার (২৫), জামালপুরের সরিষাবাড়ীর দুখু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৭), টাঙ্গাইলের মির্জাপুরের মৃত আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনির তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৪০) এবং কুষ্টিয়ার খাজানগর এলাকার নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)। আহতদের মধ্যে তিনজন হলেন– সাকি, পারভেজ ও দোয়েল। অপরজনের পরিচয় মেলেনি।

দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতাল মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) শিহাব উদ্দীন। তিনি বলেন, চালক ও আরেকজন ছাড়া মাইক্রোবাসের ৯ জনই তাদের প্রতিষ্ঠানের কর্মী। আটজন মার্চেন্ডাইজার ও একজন ফেব্রিকস সেকশনের স্টোরকিপার। কিছুদিন ধরে তারা সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেই অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে মাইক্রোবাসে করে সিলেটে রওনা হন। 

নরসিংদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রাকটি অন্য গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া জানান, মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

ট্রাকচালক শাহজাহানকে আটক করেছে পুলিশ। তার বাড়ি মেহেরপুরের চাঁদপুর থানার বারদী গ্রামে। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে স্বজনের কাছে সাতজনের লাশ হস্তান্তর করা হয়েছে।

কারখানার জিএম (অপারেশন) জহরুল ইসলাম বলেন, কর্মীদের হারিয়ে আমরা শোকাহত। তাদের পরিবার যেন এই শোক সইতে পারে সেই দোয়া করি। তিনি আরও বলেন, নিহতদের সবাই গ্রুপ ইন্স্যুরেন্সের অন্তর্ভুক্ত। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×