ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে পাহাড় ধস, মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে পাহাড় ধস, মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১১:২০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ১১:২০

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার যান চলাচল বন্ধ হয়েছে গেছে। রোববার পাহাড় ধসের ঘটনা ঘটে।

এদিকে সড়ক থেকে মাটি অপসারণের জন্য সেনাবাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন। এছাড়া গুইমারা উপজেলা পরিষদ ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মাটি সরানো শুরু করেছেন শ্রমিকরা।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা জানান, ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চালু হয়ে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন

×